আপনি আমাদের মেহমান

মেহমানখানা একটি পূর্ণাঙ্গ ক্যাটারিং সার্ভিস, যেখানে ঐতিহ্যবাহী স্বাদ মেলে আধুনিক ছোঁয়ায়।বিয়ে, জন্মদিন, কর্পোরেট বা পারিবারিক আয়োজন—প্রতিটি মুহূর্তে আমরা দিই মানসম্মত খাবারের নিশ্চয়তা।আমাদের লাঞ্চবক্সে প্রতিদিন থাকে গরু, মাছ, মুরগী, ভর্তা-ভাজি সহ নানা স্বাদের ঘরোয়া পদ।আমরা বিশ্বাস করি—একটি ভালো খাবারই পারে আপনার অতিথিকে সত্যিকারের ‘মেহমান’ করে তুলতে।

    Scroll to Top